ভালুকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

0

ময়মনসিংহের ভালুকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌর শহরের ডক্টরস ক্যাফেতে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আমিরুল ইসলাম মল্লিক ও সঞ্চালনা করেন মো. আসাদুজ্জামান খান।
এতে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আনিসুর রহমান খোকা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদ রাজু, ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার ও পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here