ভালুকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

0

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের পাইলট স্কুল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ভালুকা বাজার প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। 

এর আগে, ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুতফর রহমান খান সানি, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদ খান ও বিভিন্ন ইউনিয়ন সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে আলাদা আলাদা বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা র‍্যালিতে যোগ দেন। 
 
আনন্দ র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামসুদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আজমল হোসেন ফারুক, এম এ খালেক, সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হোসেন মন্ডল, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলা কৃষকদলের আহবায়ক তারিকুল ইসলাম তারু, সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, পৌর কৃষকদলের আহবায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব তোফায়েল আহমেদ টুটুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, উপজেলা মৎসজীবী দলের আহবায়ক মফিজুল ইসলাম মন্ডল, সদস্য সচিব শেখ ফরিদ মানিক, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন, বানিছুর রহমান প্রমুখ।

এসময় উপজেলা, পৌর এবং সকল ইউনিয়ন ও কলেজ শাখার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here