ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা প্রকল্পের আওতায় ভালুকা উপজেলার ছাগল পালন খামারিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে শনিবার সকালে উপজেলার পাড়াগাঁও নবদিগন্ত হাইস্কুল মাঠে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. ছাদেক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন।
মাঠ দিবসে খামারিদের ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে করণীয়, রোগ প্রতিরোধ, টিকা প্রদান, ছাগলের বিকল্প দুধ হিসেবে মিল্ক রিপ্লেসার তৈরি করে খাওয়ানোর নিয়মাবলি, প্রাকৃতিক প্রজনন সেবাসহ ছাগলের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
দিনব্যাপী খামারি মাঠ দিবসের এই অনুষ্ঠানে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও, শিরিরচালা, পাঁচপাই, হবিরবাড়ি, বড়চালাসহ বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক খামারি অংশগ্রহণ করেন।