ভারী বর্ষণে বাড়ছে যমুনার পানি

0

গত কয়েকদিন যাবত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত গতিতে বাড়ছে। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ৩২ ও কাজিপুর পয়েন্টে ৩৪ সেন্টিমিটার বেড়েছে। এতে তৃতীয় দফায় যমুনার চরাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন শুক্রবার সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২৪ মিটার। ২৪ ঘণ্টায় ৩২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১ দশমিক ৬৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা- ১২ দশমিক ৯০ মিটার)। অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে সকালে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮২ মিটার। ২৪ ঘণ্টায় ৩৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১ দশমিক ৯৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা- ১৪ দশমিক ৮০ মিটার)। এদিকে পানি বাড়ায় চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শীতকালীন সবজি চাষ ব্যহত হচ্ছে। ভারী বৃষ্টির কারণে অভ্যন্তরীন নদী-খালবিল ভরে গেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here