জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে একটি পাকিস্তানি ড্রোন লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়েছে সেনা ভারতের সেনারা। রবিবার গভীর রাতে ভারতীয় ভূখণ্ডে কিছুক্ষণের জন্য ঘোরাফেরা করার পর ড্রোনটি পাকিস্তানের দিকে চলে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তারা জানিয়েছে, মেন্ধারের নর মানকোট এলাকায় শত্রু সেনাদের ড্রোনের গতিবিধি ধরা পড়ে। নিয়ন্ত্রণরেখায় রক্ষায় নিয়োজিত সেনারা এটিকে নামানোর জন্য কমপক্ষে তিন রাউন্ড গুলি চালায়।
খবর অনুসারে, এলাকায় তল্লাশি অভিযান চলছে।
জম্মু ও কাশ্মীর পুলিশ সম্প্রতি সীমান্তের ওপার থেকে মাদক, অস্ত্র বা বিস্ফোরক পদার্থ ফেলে দেওয়ার জন্য ড্রোন সম্পর্কে তথ্য দিলে ৩ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে।