ভারত সফরের আগে নিউজিল্যান্ড শিবিরে চোটের হানা

0
ভারত সফরের আগে নিউজিল্যান্ড শিবিরে চোটের হানা

ভাগ্য যেন একেবারেই সহায় নয় ব্লেয়ার টিকনারের। দুর্দান্ত ছন্দে থাকা অবস্থাতেই চোটে পড়েছেন নিউজিল্যান্ডের এই ডানহাতি পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করছিলেন টিকনার, কিন্তু ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

এই চোটের কারণে শুধু চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই নয়, আগামী জানুয়ারিতে ভারতের বিপক্ষে সফর থেকেও ছিটকে গেছেন টিকনার। ১১ জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হতে যাওয়া ভারত সফরে নিউ জিল্যান্ড পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে, তবে সেখানে এই পেসারকে পাচ্ছে না কিউইরা।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সীমানার কাছে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে গুরুতর চোট পান টিকনার। সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে, পরে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় হাসপাতালে। ম্যাচ শেষে নিশ্চিত করা হয়, সম্পূর্ণ সেরে উঠতে তার ছয় থেকে বারো সপ্তাহ সময় লাগতে পারে।

যদিও দ্রুত পুনর্বাসন নিয়ে আশাবাদী টিকনার। ধারণা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জানুয়ারির দিকে মাঠে ফিরতে পারেন তিনি। তবে ঝুঁকি নিতে নারাজ এই পেসার। টিকনার বলেন, ‘আমি ইতোমধ্যেই জিমে ফিরে পুনর্বাসন শুরু করেছি। ভালো ক্রিকেট খেলছিলাম বলে দ্রুত ফিরতে চাই, তবে নিরাপদ থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনে আরও অনেক ক্রিকেট অপেক্ষা করছে।’

চোটে পড়ার আগে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৬ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৪ উইকেট নেন টিকনার। তার দুর্দান্ত বোলিংয়েই ৯ উইকেটে ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নিউ জিল্যান্ড। প্রথম টেস্টে ড্র হওয়া সিরিজে এই জয় ছিল কিউইদের জন্য বড় স্বস্তি।

চোটের মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে টিকনার বলেন, ‘ছয় উইকেটের মধ্যে আমার চারটি ছিল, আরও কিছু পাওয়ার আশা ছিল। কিন্তু মুহূর্তের মধ্যেই সব বদলে গেল। সবসময় যেমন ডাইভ দিই, সেভাবেই দিয়েছিলাম, শুধু মাটিতে পড়াটা একটু ভিন্ন ছিল। কাঁধ সরে গিয়েছিল, তবে বড় ক্ষতি হয়নি।’

এই চোট নিউজিল্যান্ডের ক্রমবর্ধমান ইনজুরি সমস্যাকে আরও বাড়িয়ে দিল। আগেই পেশির চোটে ছিটকে গেছেন ম্যাট হেনরি। এছাড়া নাথান স্মিথ, উইল ও’রুর্ক, কাইল জামিসন ও অভিজ্ঞ অলরাউন্ডার মিচ স্যান্টনারও বর্তমানে মাঠের বাইরে।

চোটজর্জরিত এই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের জন্য দলে ডাকা হয়েছে স্পিনার এজাজ প্যাটেলকে। এদিকে, হ্যামস্ট্রিং চোট কাটিয়ে মাউন্ট মাঙ্গুনাই টেস্টে দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেল। আগামী বৃহস্পতিবার মাঠে গড়াবে সিরিজের শেষ টেস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here