এশিয়ান কাপ বাছাইয়ের একটি ম্যাচ আয়োজন করতে গিয়ে আবারও জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ–ভারত ম্যাচের দ্বিতীয়ার্ধ নির্ধারিত সময়ের তুলনায় ১ মিনিট ৪৩ সেকেন্ড দেরিতে শুরু হওয়ায় বাফুফেকে ১ হাজার ২৫০ মার্কিন ডলার জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা।
গত ১৭ ডিসেম্বর এএফসির শৃঙ্খলা ও নীতি কমিটি এই সিদ্ধান্ত নেয়।
গত ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে ১–০ গোলে হারায় বাংলাদেশ। ম্যাচটি নিয়মরক্ষার হলেও দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পাওয়ায় দারুণ উন্মাদনা তৈরি হয়। ম্যাচের প্রথমার্ধে শেখ মোরসালিনের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
তবে দ্বিতীয়ার্ধ শুরুর আগে নির্ধারিত সময়ে রেফারি মাঠে না আসায় খেলা শুরু হতে বিলম্ব ঘটে। এ কারণেই শাস্তির মুখে পড়েছে আয়োজক ফেডারেশন বাফুফে।
একই ঘটনায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও ১ হাজার ডলার জরিমানা করেছে এএফসি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে একই ধরনের অপরাধ একাধিকবার ঘটায় বাংলাদেশের জরিমানার অঙ্ক তুলনামূলক বেশি ধরা হয়েছে।
এর আগে চলতি বছরের জুনে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও দ্বিতীয়ার্ধ শুরু হতে প্রায় দুই মিনিট দেরি হওয়ায় বাফুফেকে ১ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছিল।
এএফসির শৃঙ্খলা নীতিমালার ১১.৩ ধারায় বলা হয়েছে, এ ধরনের শাস্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ফেডারেশনকে ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। ‘সি’ গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর ইতোমধ্যে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে। পাঁচ পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়।

