ভারত বিশ্বকাপ: বাংলাদেশকে সেমিতে দেখছেন ম্যাককালাম

0

স্বাগতিক দেশ এবং শক্তির বিচারে স্বাভাবিকভাবেই এবারের বিশ্বকাপে ফেভারিট ভারত। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে আইসিসি ট্রফি খরা কাটাতে চাইবে রোহিত শর্মার দল। সে সাথে ইনজুরি কাটিয়ে আসা জাসপ্রীত বুমরাহ হুমকি হতে পারে যে কোনো প্রতিপক্ষের।

ভারত বিশ্বকাপ ঘিরে বড় পরিকল্পনা করছে বাংলাদেশও। অন্তত সেমি ফাইনালে খেলার ইচ্ছার কথা একাধিক বাংলাদেশি ক্রিকেটারের মুখে শোনা গেছে। তাছাড়া ক্রিকেট বিশ্লেষকরাও বাংলাদেশের সম্ভাবনা দেখছেন। এই যেমন ব্রেন্ডন ম্যাককালামের চোখেও বাংলাদেশ সেমিতে খেলার যোগ্যতা রাখে।

তিনি বলেন, ‘এই বিশ্বকাপের শেষ চারটি দল বাছাই করা খুব কঠিন। সেই দিক থেকে ভারত প্রথমে থাকবে এরপর অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ডেরও ভালো সুযোগ আছে। অন্যদিকে বাংলাদেশও এর থেকে পিছিয়ে নেই। এই বিশ্বকাপ সবার কাছে উন্মুক্ত। যে দলগুলো ভালো করে টুর্নামেন্ট শুরু করবে তারাই শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here