ভারত-প্রোটিয়া সিরিজের প্রথম ম্যাচটি হবে ‌‌‌‘পিঙ্ক’ ওডিআই!

0

সবে শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এখনও পর্যন্ত তার রেশ পুরোপুরি কাটেনি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে না পারায় হতাশায় নিমজ্জিত ভারতীয়রা।

বিশ্বকাপের পরেই ভারত ঘরের মাটিতে প্রথম সিরিজ খেলবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা খেলবে ৫ ম্যাচের টি-২০ সিরিজ। এরপরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। সেখানেও খেলবে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ। সেই সিরিজের পোস্টার প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। 

কি এই গোলাপি ওডিআই? চলুন জেনে নেওয়া যাক। ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্থাৎ বুকেতে যে ক্যানসার হয় সেই ক্যানসার নিয়ে জনমানসে সচেতনতা বাড়াতেই এই পিঙ্ক ওডিআই খেলা হয়। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পক্ষে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত বেশ কিছু মানুষকে এইভাবে সাহায্য করা হবে। সাধারণত এই ধরনের ক্যান্সার রোগ নারীদের মধ্যেই বেশি দেখা যায়। তাই এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা সেইসব নারীদের পাশে দাঁড়াবেন যারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। দক্ষিণ আফ্রিকা দলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। ২০১৩ সাল থেকেই তারা এই বিষয়ে প্রচার করার পাশাপাশি কাজও করছে আলাদা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here