ভারত-পাকিস্তান ম্যাচ: বাবর-শাহীনদের ওপর আস্থা ওয়াকার ইউনিসের

0

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানে বাড়তি উত্তেজনা। বাইশ গজের সীমানা পেরিয়ে উন্মাদনা, তর্ক-বিতর্ক চলে মাঠের বাইরও। আর লড়াইটা বিশ্বকাপের মঞ্চে হলে আরও চড়ে উত্তেজনার পারদ। ব্যাটে-বলের ওই লড়াইয়ের গল্পটা যদিও একপেশে! যার পরতে পরতে রচিত শুধু ভারতের বীরত্বগাথা। বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় মোটে একটি।

বিশ্বকাপে আরেকটি ভারত-পাকিস্তান দ্বৈরথ সামনে রেখে বারবার ভেঙে পড়ার নিজেদের বিবর্ণ অতীতটা অকপটে স্বীকার করে নিয়েছেন ওয়াকার ইউনিসও। তবে বর্তমান জামানার চেয়ে তাঁদের সময়ে চাপ তুলনামূলক কম ছিল বলেই মনে করেন সাবেক এই অধিনায়ক।

এই দক্ষতার কারণেই আসন্ন ২০২৩ সালের বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে দারুণ আশাবাদী সাবেক এই পেসার, ‘আমাদের ম্যাচজয়ী ক্রিকেটার আছে। এক হাতে ম্যাচ বের করে নিতে পারে বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদি। দুর্দান্ত কিছু করে দেখানোর ক্ষমতা আছে ফখরেরও। ভালো ইনিংস খেলতে পারে ইমাম-উল হকও। সুতরাং সব রসদ আছে পাকিস্তানের। এখন শুধু চাপ সামলে একসঙ্গে সব কিছু করে দেখাতে হবে। ওপরে উল্লিখিত ক্রিকেটাররাই আমাদের ম্যাচটা জিতিয়ে দেবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here