ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে, কী বলছে বিসিবি?

0

এশিয়া কাপের মাঝপথে আচমকা এক সিদ্ধান্ত নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এসিসি।এবারের টুর্নামেন্টের শেষ পাঁচ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কার কলম্বোতে। ভরা বর্ষার এই সময়ে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত হয়েছে। তাও কিনা শুধু এক ম্যাচে। ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে সেই রিজার্ভ ডে। আর অবধারিতভাবেই আছে ফাইনালের জন্য।

এনিয়ে সরাসরি অসন্তোষ জানিয়েছে ক্রিকেট ভক্তরা। খোদ বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও অসন্তোষ জানালেন এই সিদ্ধান্ত নিয়ে। এসিসির বক্তব্য, ১০ সেপ্টেম্বরের ম্যাচে বৃষ্টির বা অন্য কোনও প্রাকৃতিক কারণে ব্যাহত হলে পরের দিন ১১ সেপ্টেম্বর খেলা হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এমন পক্ষপাতমূলক আচরণে প্রায় সবাই একদিকে অসন্তুষ্ট। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাল, এশিয়া কাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী আর আমাদের সম্মতিতেই রিজার্ভ ডে যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here