গত এশিয়া কাপের ফাইনালেও যেতে পারেনি ভারত। পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলেছিল ফাইনাল। শেষ পর্যন্ত দুর্দান্ত খেলে শিরোপা নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।
সেই আসরে গ্রুপ পর্বে ভারতের কাছে হারে পাকিস্তান। অন্যদিকে সুপার ফোরে ভারতকে হারায় পাকিস্তান। সবমিলিয়ে ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্নটাও পূরণ হয়নি। এ নিয়েই কথা বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।
আকরাম দুই দেশে রাজনৈতিক বৈরিতার প্রভাব খেলায় পড়ার বিষয়েও বলেন, ‘আমি সব সময় রাজনীতি ও খেলাকে আলাদা রাখতে চাই। মানুষে মানুষে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। অধিকাংশ পাকিস্তানি ও ভারতীয়রাই পরস্পরকে খুব শ্রদ্ধা করে।’