ভারত নিয়ে পশ্চিমাদের কড়া বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিন।
তিনি বলেছেন, ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বে চিড় ধরানোর যে চেষ্টা পশ্চিমা বিশ্ব করে আসছে, তা অর্থহীন।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “পশ্চিমারা আসলে তাদের সবার সঙ্গেই শত্রুতা করতে চায়, যারা তাদের একাধিপত্য মেনে নেয় না। সকলেই ঝুঁকির মধ্যে রয়েছে। এমনকি, ভারতও। তবে ভারত নিজেদের জনগণের স্বার্থে স্বাধীনভাবে কাজ করতে চায়।”
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে পুতিন বলেন, “বর্তমান ভারতের জনসংখ্যা দেড়শ’ কোটিরও বেশি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওই দেশ আরো শক্তিশালী হয়ে উঠছে।”
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার দু’দেশে শান্তি ফেরানোর কথা বললেও সরাসরি রাশিয়ার বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করেননি। এমনকি, মস্কোর থেকে তেল আমদানিও বন্ধ করেনি নয়াদিল্লি।
অন্যদিকে, আমেরিকা এবং পশ্চিম ইউরোপের বেশির ভাগ দেশ রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ তো করেছেই, সেই সঙ্গে মস্কোর উপর আরোপ করেছে বহু নিষেধাজ্ঞা। সূত্র: এনডিটিভি