বেশ কিছু কানাডিয়ান কূটনীতিককে সরিয়ে নেয়ার আদেশ দিয়েছিল ভারত। তার প্রেক্ষিতে ভারত থেকে বেশ কয়েকজন কূটনীতিকদের সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
১০ অক্টোবরের মধ্যে কানাডাকে নির্দিষ্ট পরিমাণ কূটনীতিক কমাতে বলেছে ভারত। সেই হিসাবে কানাডার ৪০ কূটনীতিককে ভারত থেকে সরিয়ে নিতে হবে বলেই জানা গেছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে।
কানাডার ব্যক্তি মালিকানাধীন টিভি চ্যানেল সিটিভি জানিয়েছেন, বেশ কয়েকজন কূটনীতিককে ভারত থেকে সরিয়ে নিয়েছে কানাডা।
ওই প্রতিবেদনে আরো জানানো হয়েছে, নয়া দিল্লিতে কাজ করা কানাডানর কূটনীতিকদের অনেককেই কুয়ালালামপুর ও সিঙ্গাপুরে সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি