ভারত ঘরের মাঠে বাঘ আর বড় আসরে বিড়াল: পাকিস্তানের সাবেক অধিনায়ক

0

গত ১০ বছরে আইসিসির বড় কোনো শিরোপা জিততে পারেনি ভারত। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি সব জায়গাতেই ব্যর্থ দলটি। আইসিসি প্রতিযোগিতায় ভারতের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ‘গত ১০-১২ বছরে ভারতে কোনও দেশই দ্বিপাক্ষিক সিরিজ জিততে পারেনি। দ্বিপাক্ষিক সিরিজে ওদের হারানো খুব মুশকিল। ঘরের মাঠে ওরা বাঘ। কিন্তু আইসিসি প্রতিযোগিতায় ওরা ব্যর্থ। সেখানে ওরা চাপ সামলাতে না পেরে বিড়াল হয়ে যায়।’

২০১৩ সালে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তারপর থেকে আর আইসিসি ট্রফি ভারতে ঢোকেনি। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হার, ২০১৬ সালে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হার, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হার, ২০১৯ সালের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে হার, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হার। বার বার সমর্থকদের হতাশ করেছেন বিরাট কোহলিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here