শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত জড়িত, খোদ সংসদে এমন অভিযোগ এনেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই অভিযোগ আবার সরাসরি নাকচ করে দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এই ইস্যুতে এক দফা পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার কাণ্ডও ঘটে গেছে।
ফলে দুই দেশের সম্পর্ক পৌঁছেছে চরম শীতল পর্যায়ে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে আনা কানাডার অভিযোগের বিষয়ে সুষ্ঠু ও পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, এমন উদ্বেগজনক অভিযোগের ব্যাপারে সুষ্ঠু ও পরিপূর্ণ তদন্ত হওয়া দরকার। তিনি আরো জানান, কানাডা সুষ্ঠু তদন্তের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ, ভারতেরও এ বিষয়ে সহযোগিতা করা উচিত।
সূত্র: এনডিটিভি