হায়দরাবাদে প্রথম টেস্টে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুর চোটে পড়েন জ্যাক লিচ। তাই ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে তিনি। তার বদলি হিসেবে বিশাখাপত্তমে দেখা যেতে পারে পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার শোয়েব বশিরকে।
এই স্পিনারের অভিষেক হওয়া প্রায় নিশ্চিত বলেই ইঙ্গিত দিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
লিচ না থাকায় বশিরের অভিষেকের ইঙ্গিত দিয়ে স্টোকস আরও বলেন, ‘সে (বশির) যদি এই টেস্টে খেলার সুযোগ পায়, তাহলে নিশ্চিত করব, আমি যেন তাকে সেরা অভিজ্ঞতা দিতে পারি। কারণ আপনি একবারই জীবনে প্রথম ম্যাচ খেলবেন। আমি তার জন্যে ম্যাচটি উপভোগ্য করে তোলার চেষ্টা করবো।’
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে এগিয়ে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ভারতের লক্ষ্য সমতায় ফেরা। এদিকে ইংল্যান্ড চাইবে সিরিজ জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে।