ভারত বনাম ইংল্যান্ডের ৫ম টেস্টের ভেন্যু হিমাচল প্রদেশের বহুল আলোচিত ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বকাপের সময় বাজে আউটফিল্ডের কারণে ব্যাপকভাবে সমালোচত হয়েছিল এই মাঠ। সেখানেই এবার বসছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ম্যাচ। যদিও আরও একবার এই ম্যাচের আয়োজন নিয়ে উঠেছে শঙ্কা।
সিরিজ অবশ্য এরইমাঝে জিতে গিয়েছে ভারত। ধর্মশালায় পঞ্চম টেস্ট আপাতত নিয়মরক্ষার হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য তা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু অনিশ্চয়তার বিষয়, এই ম্যাচ চলাকালে বৃষ্টি নয়, বরং বরফ পড়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা থাকবে শূন্যের কাছাকাছি। ফলে ক্রিকেটারেরা সমস্যায় পড়তে পারেন।