ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টও তিনদিনে শেষ হওয়ার অপেক্ষায়

0

ইন্দোর টেস্ট ম্যাচটি যেন স্পিন স্বর্গে পরিণত হয়েছে। পাঁচদিনের টেস্ট ম্যাচ তিন দিনেই শেষ হতে যাচ্ছে। প্রথম দিনে দুই দলের ১৪ উইকেট যাওয়ার পর দ্বিতীয় দিনও ছিল উইকেটের মহারণ।

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত সংগ্রহ করতে পেরেছিল মাত্র ১০৯ রান। জবাবে ভারতের ঘূর্ণির দাপটে দুইশো পেরতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায়। মাত্র ১৯৭ রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস।

আগের দুই ম্যাচের ন্যায় তৃতীয় টেস্টও তিন দিনেই শেষ হতে যাচ্ছে। যার কারণে সাবেক অজি ক্রিকেটাররা ব্যাপক সমালোচনা করেছেন ভারতীয়দের। কিন্তু তাতেও পিচের রঙ বদলায়নি। স্পিন-স্বর্গ পিচ ব্যাটারদের জন্য যেন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে।

অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ম্যাথিউ কুনেহান পেয়েছেন পাঁচ উইকেট। আর লায়ন পেয়েছেন তিন উইকেট। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৮টি উইকেট নিয়েছেন লায়ন। কুনেহান ও স্টার্ক একটি করে উইকেট নিয়েছেন।

এছাড়া ভারতের হয়ে প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা চারটি উইকেট পেয়েছেন। তিনটি করে উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here