ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি দশতলা হাসপাতালের নীচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালটি থেকে ১২৫ রোগীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে, স্থানীয় পুলিশ।
রবিবার ভোর সাড়ে চারটায় হাসপাতালটিতে আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১২৫ রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র:এনডিটিভি