ভারতে হাউসবোট ডুবি, গেল ২০ প্রাণ

0

ভারতের কেরালা রাজ্যে হাউসবোট (পর্যটক বহনকারী বিশেষ ধরনের নৌকা) ডুবে নারী ও শিশুসহ অন্তত ২০ জন মারা গেছে। এনডিটিভির খবর বলছে, এই দুর্ঘটনার সময় হাউসবোটটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। 

রবিবার সন্ধ্যায় মালাপ্পুরাম জেলার তানুরের তুভালথিরাম সৈকতে এ দুর্ঘটনাটি ঘটেছে।

স্কুল ছুটি থাকায় এই মানুষেরা ঘুরতে বেরিয়েছিলেন। ধারণা করে হচ্ছে এখনও কয়েকজন আটকা পড়ে আছেন। তবে আপাতত দুর্ঘটনার কারণ জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here