ভারতের রাজস্থানের জয়সলমেরে পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর মহড়ায় ভুলে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে দু’টি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা গেলেও তৃতীয়টির সন্ধান এখনো মেলেনি।
শুক্রবার এ ঘটনা ঘটে। জানা গেছে, ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ১০ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে। সেনা সূত্রের বরাতে বলা হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে তিনটি সারফেস-টু-এয়ার মিসাইল ভুলবশত নিক্ষেপ করা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সেনা সূত্রে খবরে বলা হয়, ভুলে নিক্ষেপ হওয়া দুইটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা গেলেও তৃতীয়টির সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী বর্তমানে তৃতীয় ক্ষেপণাস্ত্রটির খোঁজ চালাচ্ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।