ভারতের পাঞ্জাবে একটি সামরিক স্টেশনের ভেতর গুলির ঘটনায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার ভোরে বাথিন্ডা সামরিক স্টেশনে এ ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পর থেকেই এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং কুইক রিঅ্যাকশন টিম ভেতরে তল্লাশি চালাচ্ছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে, কোনও সেনা সদস্যই গুলি চালিয়েছেন। এ ঘটনার পর স্টেশন কুইক রিঅ্যাকশন টিম দ্রুত সক্রিয় হয়ে উঠেছে। এলাকা ঘিরে ফেলে চালানো হচ্ছে তল্লাশি। শেষ পাওয়া খবর থেকে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ভোর ৪টা ৩৫ মিনিট নাগাদ ওই হামলা চালানো হয় বলে সেনাবাহিনী সূত্র জানিয়েছে।