ভারতের মহারাষ্ট্রে বাস দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। শনিবার মধ্যরাতে নাগাদ রাজ্যের বুলধানা জেলার সিন্ধখের রাজা এলাকার কাছে সমরুদ্ধি মহামার্গ এক্সপ্রেসওতে এই দুর্ঘটনা ঘটে।
একটি বেসরকারি সংস্থার যাত্রীবাহী বাসটি নাগপুর থেকে পুনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে উঠে পড়ে। এরপর বাসটি উল্টে যায় এবং আগুন ধরে যায়। ঘটনাস্থলে দগ্ধ হয়ে ২৫ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার শিকার বাসটিতে ৩৩ জন যাত্রী ছিল।
দুর্ঘটনায় বেঁচে ফেরা এক যাত্রী বলেন, হঠাৎ করেই বাসটির একটি চাকা ফেটে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডিভাইডারের উপর উঠে যায়। মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস এবং স্থানীয় পুলিশ সদস্যরা।