ভারতে লোকসভার নির্বাচন ১৯ এপ্রিল শুরু, চলবে ১ জুন পর্যন্ত

0

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করল দেশটির নির্বাচন কমিশন। দেশের ৫৪৩টি আসনের জন্য ভোট নেওয়া হবে মোট সাত দফায়। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে নির্বাচন, চলবে ১ জুন পর্যন্ত। গণনা ৪ জুন।

দ্বিতীয় দফার ভোট ২৬ এপ্রিল, তৃতীয় দফা ৭ মে, চতুর্থ দফা ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৫ মে এবং সপ্তম দফার ভোট নেওয়া হবে ১ জুন।

সেইসাথে ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ ও অরুণাচল প্রদেশ-ভারতের এই চার রাজ্যে বিধানসভার নির্বাচনেরও তফসিল ঘোষণা করে কমিশন। এ ছাড়াও দেশজুড়ে একাধিক রাজ্যের ২৬টির কয়েকটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও নেওয়া হবে।

অন্ধ্রপ্রদেশে ১৭৫ আসনে এক দফায় ভোট নেওয়া হবে ১৩ মে। ওড়িশায় ১৪৭ আসনে চার দফায় আগামী ১৩, ২০, ২৫ মে এবং ১ জুন ভোট নেওয়া হবে। সিকিমে ৩২ আসনে এক দফায় আগামী ১৯ এপ্রিল ভোট নেওয়া হবে এবং অরুণাচল প্রদেশে ৬০ আসনের জন্য আগামী ১৯ এপ্রিল।

সাত দফায় নির্বাচন করানো নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশের ভৌগোলিক চিত্র দেখুন, নদী থেকে পাহাড় মরুভূমি নির্বাচনের সঙ্গে যুক্ত নিরাপত্তা বাহিনীর কথা ভাবুন। তাদের উপর কি চাপ দেখুন! ২-৩ দিন সময়ের মধ্যে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। তার মাঝে দোল উৎসব, রামনবমীসহ একাধিক উৎসব রয়েছে। এইসব কথা ভেবেই নির্বাচনের দিনক্ষণ স্থির করতে হয়।

গোটা দেশের মধ্যে অরুণাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, চন্ডিগড়, দাদরা ও নগর হাভেলি, দিল্লি, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, হরিয়ানা, কেরল, লাক্ষাদ্বীপ, লাদাখ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, পদুচেরি, সিকিম, তামিলনাড়ু, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড-এই ২২ রাজ্যে এক দফায় ভোট নেওয়া হবে। কর্ণাটক, রাজস্থান, ত্রিপুরা ও মণিপুর এই ৪ রাজ্যে দুই দফায় ভোট নেওয়া হবে। ছত্তিশগড় এবং আসাম-এই ২ রাজ্যে তিন দফায় নির্বাচন হবে। ওড়িশা, মধ্যপ্রদেশ ও ঝাড়খন্ড-এই ৩ রাজ্যে চার দফায় নির্বাচন হবে। মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরে পাঁচ দফায় নির্বাচন হবে। সর্বাধিক সাত দফায় নির্বাচন নেওয়া হবে তিনটি রাজ্য-পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর প্রদেশ।

এ নিয়ে রাজীব কুমার বলেন, যে রাজ্যগুলোতে ৭ দফায় নির্বাচন হচ্ছে, সেখানে লোকসভা আসন সংখ্যা বেশি, কেন্দ্র বেশি।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার গোটা দেশে নিবন্ধিত মোট ভোটারের সংখ্যা প্রায় ৯৭ কোটি। পুরুষ ভোটারের সংখ্যা ৪৯.৭ কোটি, নারী ভোটারের সংখ্যা ৪৭.১ কোটি। নতুন ভোটার ১.৮২ কোটি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৮ হাজার। দেশজুড়ে ভোট গ্রহণ কেন্দ্র খোলা হবে ১৯.৫ লাখের মতো। এজন্য ৫৫ লাখ ইভিএম’র ব্যবস্থা করা হয়েছে। ভোট কর্মী এবং নিরাপত্তা কর্মী মিলিয়ে সংখ্যাটা ১.৫ কোটি।

৮৫ বছরের ঊর্ধ্বে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে না পারলে, সেক্ষেত্রে তাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

উল্লেখ্য, বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ জুন। সেক্ষেত্রে ওই সময়সীমার আগেই নতুন লোকসভা গঠন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here