ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার

0
ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে রাস্তায় অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুই ক্রিকেটার বর্তমানে ভারতে চলমান আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছেন।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। দুই ক্রিকেটার টিম হোটেল থেকে হাঁটতে হাঁটতে কাছের একটি ক্যাফেতে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলযোগে এক যুবক তাদের পিছু নেয় এবং একপর্যায়ে এক খেলোয়াড়ের সঙ্গে অশালীন আচরণ করে দ্রুত স্থান ত্যাগ করে।

খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে বিষয়টি জানালে তিনি স্থানীয় পুলিশের সহযোগিতায় দুই ক্রিকেটারকে নিরাপদে হোটেলে ফিরিয়ে আনেন।
এরপর সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা দুই অস্ট্রেলীয় খেলোয়াড়ের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত জবানবন্দি নেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, এক প্রত্যক্ষদর্শী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর নোট করে রাখায় দ্রুত তাকে শনাক্ত করা সম্ভব হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে।

ইন্দোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে এবং বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে।

সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here