মুস্তাফিজুর রহমানের আইপিএল বাদ পড়ার ঘটনায় দেশের ক্রীড়াঙ্গন উত্তাল। বিষয়টি নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজ পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতীয় মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই আইসিসিকে জানানো হয়েছে।
আজ (বুধবার) বিকেল ৪টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন বিসিবি কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ফারুক আহমেদসহ অন্যান্য বোর্ড সদস্য। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুলবুল জানান, ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। আজ বা আগামীকাল আবার আইসিসিকে চিঠি দেওয়া হবে।’
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আজকে আমরা আইসিসি থেকে যে চিঠি পেয়েছি, তা দেখে মনে হয়েছে, ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, আইসিসি তা পুরোপুরি বুঝতে পারেনি।’
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতের বিভিন্ন ভেন্যুতে খেলার কথা ছিল। কিন্তু সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ও নিরাপত্তা শঙ্কার কারণে বিসিবি আইসিসিকে এই ম্যাচগুলো অন্য স্থানে আয়োজনের জন্য অনুরোধ জানিয়েছে।

