ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১২

0

ভারতের ছত্তিশগড়ে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। 

স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাজ্যের দুর্গ জেলার কুমহারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। 

সরকারি এ কর্মকর্তা জানান, বাসের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

এদিকে, এ দুর্ঘটনা শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, কুমহারির কাছে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। আমি বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দেয়ার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি। সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here