ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে ভূমিধসে ২২ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরো ১০৫ জন।
বুধবারের রাতের ওই ভূমিধসে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হওয়ার কারণে কিছুক্ষণ বন্ধ ছিল উদ্ধারকাজ।
প্রায় দুই সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিতে ভারতের অনেক রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকাতেই দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। মহারাষ্ট্রে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।
সূত্র: বিবিসি