ভারতে বিশ্বকাপ জিততে পারলে আমাদের জন্য গর্বের হবে: ইমাম-উল-হক

0

ভারতের মাটিতে ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। নিজেদের লক্ষ্যকে সামনে রেখে পাকিস্তানের তারকা ওপেনার ইমাম-উল-হক বলেছেন, আমাদের দেশের জন্য গর্বের হবে, যদি আমরা ভারতে বিশ্বকাপ জিততে পারি।

পাকিস্তানের একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে ইমাম বলেন, ভারতে বিশ্বকাপ খেলা বিশেষ করে ভারতের বিপক্ষে খেলা, বিশেষ কিছু করা, এ নিয়ে বাবর আজমের সঙ্গে আমি ২০১০ সালে আলোচনা করেছিলাম।

তিনি বলেন, আমরা এখন ৩৫০ রান তাড়া করে জিততে পারি। আমরা দক্ষিণ আফ্রিকায় ৩৩০ রান করেছি, সেখানে সিরিজ জিতেছি। তাই সবাই উত্তেজিত। তবে ভারত ম্যাচ নিয়ে আমি কিছুটা নার্ভাস। কারণ এই দলটি বিস্ময়কর পারফরম্যান্স করতে পারে।

বাঁ-হাতি এই ওপেনার আরও বলেন, আমি ২০১৯ সালের পর থেকে এখন অনেক পরিণত। সিনিয়র হিসেবে শটগুলো নির্বাচন করতে শিখেছি। গত ৪ বছরে আমার পারফরম্যান্স ভালো স্তরে পৌঁছেছে, বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here