ভারতে বিশ্বকাপ খেলতে রাজি পাকিস্তান, তবে…

0

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। জানা গেছে, ভারতে খেলতে আসতে সম্মতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে নির্দিষ্ট তিনটি মাঠেই ম্যাচ খেলতে চেয়েছেন বাবর আজমরা। যদিও প্রথমে পিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে না আসলে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। তবে ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি। তারা ভারতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত পঞ্চাশ ওভারের বিশ্বকাপে অংশ নিতে রাজি। 

প্রাথমিকভাবে জানা গেছে, চলতি বছরে ১৫ অক্টোবর মুখোমুখি হবে দুই দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের কথা ছিল। কিন্তু সেই মাঠে খেলতে চায় না পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও বিশ্বকাপ ফাইনাল খেলা হবে আহমেদাবাদেই। পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তাহলে অবশ্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে তাদের আপত্তি নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here