ভারতে পূজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে ৫০ ফুট নিচে পড়ে ১২ জন নিহত হয়েছেন। রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার সকালে দেশটির মধ্যপ্রদেশের ইন্দোরে শ্রী বালেশ্বর মহাদেব মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পূণ্যার্থীধের অতিরিক্ত ভিড়ে বালেশ্বর মহাদেব মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, আহতদের রশি ও মই বেয়ে কুয়া থেকে তোলা হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, আহতদের উদ্ধারে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি একটি অনাকাঙ্খিত দুর্ঘটনা, তবে উদ্ধার তৎপড়তা চলছে।