পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গোয়েন্দা পুলিশের পরিদর্শকের উপর হামলার ঘটনায় জড়িত প্রধান আসামি সোহেল ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে ভারতে পালিয়ে যাওয়ার সময় গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার সিলেট কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৮ ও র্যাব- ৯ এর সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন মো. সোহেল ওরফে ফল সোহেল ওরফে টোকাই সোহেল (২৭), মো. বেলাল হোসেন (২৫), মো. বেলাল ওরফে চায়না বেলাল (২৮), মো. লাবলু বেপারী (২৪) ও মো. শাহিন মিয়া (২৫)। পরে তাদের মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়।
সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আসলাম উদ্দিনের উপর হামলা চালায় গ্রেফতার হওয়া সোহেল ও তার সহযোগীরা। তাকে উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা করে। এরপর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন।