ভারতের বেঙ্গালুরু পুলিশ এক রাইড শেয়ারকরী অ্যাপে কাজ করা বাইকারকে নারী যাত্রীর সাথে গুরুতর অশোভন আচরণ করার অভিযোগে গ্রেফতার করেছে। আথিরা পুরুশোথামান নামের ওই নারীর অভিযোগ, চলন্ত বাইকে তিনি পেছনে বসা থাকা অবস্থায়ই হস্তমৈথুন করেছে ওই বাইকার।
ঘটনার সেখানেই শেষ নয়। বাড়ি ফেরার পর হোয়াটসঅ্যাপেই অনবরত ফোন দিয়ে আথিরাকে বিরক্ত করেছে অভিযুক্ত বাইকার।
যাত্রার কিছুক্ষণ পর নির্জন এলাকায় পৌঁছাতেই জঘন্য কাণ্ড করতে থাকে ওই বাইকার। আথিরা লিখেছেন, ‘যাত্রার সময় নির্জন এলাকায় পৌঁছাতেই সে অশোভন আচরণ শুরু করে। সেখানে আর কোনো গাড়ি রাস্তায় ছিল না। চালক এক হাতে চালাতে শুরু করে এবং অন্য হাতে অশোভন কাজ (হস্তমৈথুন) শুরু করে। আমি নিজের নিরাপত্তার বিষয়ে শঙ্কিত হয়ে পড়ি। তবে বাধ্য হয়েই চুপ থাকি।’
মনিপুরে দুই নারীকে বিবস্ত্র করে প্রকাশ্যে নির্যাতনের প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে এই জঘন্য ঘটনার শিকার হয়েছেন আথিরা।
সূত্র: এনডিটিভি