ভারতে তৈরি ‌‌‘তেজস’ যুদ্ধবিমানে চড়লেন নরেন্দ্র মোদি

0

ভারতের নিজস্ব যুদ্ধবিমান ‘তেজস’-এ চড়লেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেডের বেঙ্গালুরুর (হ্যাল) কার্যালয়ে যান তিনি। সেখানে ভারতীয় বিমানবাহিনীর হালকা এই যুদ্ধবিমানে প্রায় ৪৫ মিনিট চড়েন মোদি। এসময় তেজস যুদ্ধবিমান তৈরির কাজ কিভাবে পরিচালিত হচ্ছে তাও দেখেন তিনি। 

পরে তেজস চড়ার বেশ কয়েকটি ছবি টুইটারে পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি লেখেন, ‘তেজসে সফলভাবে একটি যাত্রা সম্পন্ন হয়েছে। এই অভিজ্ঞতাটি অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ করেছে। উল্লেখযোগ্য ভাবে আমাদের দেশের সক্ষমতার প্রতি আমার আস্থা বাড়িয়েছে। আমাদের দেশের সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্বিত ও আশাবাদী।’ 

তেজস ‘হ্যাল’ দ্বারা নির্মিত এক আসন ও এক জেট-ইঞ্জিনসহ একটি মাল্টি রোল হালকা যুদ্ধবিমান। এটি একটি লেজ বিহীন ডেল্টা উইনিং বিমান। শুধু তাই নয় বিশ্বের সবচেয়ে হালকা ও ছোট যুদ্ধবিমান হল এই তেজস। ইতিমধ্যে ভারতীয় বিমান বাহিনী তেজস যুদ্ধবিমানের ব্যবহার শুরু করেছে। সম্প্রতি মোদির যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট জিই অ্যারোস্পেস ও হ্যাল এর সাথে চুক্তি হয় যেখানে এই দুই প্রতিরক্ষা সংস্থা এমকে-২-তেজস এর জন্য যৌথভাবে ইঞ্জিন তৈরি করবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here