রাজস্থানে জয়সলমীরে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। খবরে বলা হয়েছে, পাইলট নিরাপদে বিমান থেকে নামতে সক্ষম হয়েছেন।
খবর অনুসারে, ভারতের রাজস্থানের জয়সলমীরে স্টুডেন্ট হোস্টেলের কাছে ভারতীয় বায়ুসেনার একটি তেজস বিমান বিধ্বস্ত হয়েছে। ২৩ বছর আগে ২০০১ সালে প্রথম উড্ডয়নের পর এটিই ভারতের নিজস্ব যুদ্ধবিমানের প্রথম দুর্ঘটনা।
এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় বায়ুসেনার একটি তেজস বিমান আজ জয়সলমীরে একটি অপারেশনাল প্রশিক্ষণ উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অব এনকোয়ারি গঠন করা হয়েছে।