ভারতে ট্রলারসহ ১৫ বাংলাদেশি জেলে আটক

0
ভারতে ট্রলারসহ ১৫ বাংলাদেশি জেলে আটক

ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে একটি বাংলাদেশি ট্রলার আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারে ১৫ জন মৎস্যজীবী (জেলে) ছিলেন। 

জানা গেছে, রোববার রাতে ‌‘এফ বি আল্লাহ মালিক’ নামে একটি বাংলাদেশি ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে মাছ ধরছিল বলে অভিযোগ। ট্রলারটিকে দেখে উপকূলরক্ষী বাহিনীর সন্দেহ হয়। তখনই তারা মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে তাদের নথি যাচাই করে বাংলাদেশি ওই ট্রলারটিকে আটক করা হয়। 

সোমবার সকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে মৎস্যজীবীদের তুলে দেওয়া হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশি মৎস্যজীবীরা সবাই সুস্থ রয়েছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here