ভারতে চালু হতে যাচ্ছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি

0

ভারতে ট্রাফিকের ঝক্কি কমাতে ২০২৬ সালের মধ্যে মধ্যে ই-এয়ার ট্যাক্সি চালু হতে চলেছে। ভারতীয় গণমাধ্যম বলছে, বিদ্যুত্চালিত এই যানে চড়লে ৯০ মিনিটের পথ পেরোনো যাবে মাত্র ৭ মিনিটে। খুব সহজেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে এই এয়ার ট্যাক্সি। মূলত যানজট এড়িয়ে কম সময়ে যাত্রা করার জন্য এই যানের ব্যবস্থা করতে চলেছে একটি সংস্থা।

ভারতে চালু বিমান সংস্থা ইন্ডিগোর সঙ্গে যুক্ত এই ইন্টারগ্লোব নামের ওই সংস্থাটি মনে করছে, ভারতের মতো জনবহুল দেশে সবচেয়ে সুবিধাজনক গণপরিবহন ব্যবস্থা হয়ে উঠতে পারে এই এয়ার ট্যাক্সি। এটা একাধারে যানজট ও পরিবেশদূষণের মোকাবিলা করতে সক্ষম। কারণ এই এয়ার ট্যাক্সি সম্পূর্ণরূপে বিদ্যুত্চালিত। একবার চার্জ দিলেই ১৬১ কিলোমিটার উড়তে সক্ষম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here