ভারতে কারখানা স্থাপন করবে টেসলা, আলোচনা শুরু

0

আলোচিত মার্কিন ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলার উৎপাদন হবে ভারতে। অভ্যন্তরীণ বিক্রয় ও রফতানির লক্ষ্যে এরই মধ্যে ভারতে কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে টেসলা ইনকরপোরেটেড।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের মতে, মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বুধবার ভারতের সরকারি কর্মকর্তাদের এ সম্পর্কে অবহিত করে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, টেসলা যদিও এবার ভারতের কর্মকর্তাদের সঙ্গে আমদানি করের বিষয়ে আলোচনা করেনি, বরং তারা একটি নতুন কারখানা স্থাপনের প্রস্তাব করেছে। কারখানাটি ভারতের কোথায় হবে কিংবা এতে কী পরিমাণ বিনিয়োগ করা হবে তা উল্লেখ করা হয়নি। 

টেসলাসহ পশ্চিমা কোম্পানিগুলো চীনের বাইরে তাদের সাপ্লাই চেইনকে বৈচিত্র্যময় করতে আগ্রহী। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রচারাভিযানের আওতায় বাইরের কোম্পানিগুলোকে স্থানীয়ভাবে গাড়ি নির্মাণে আকর্ষণ করতে চেষ্টা চালাচ্ছে। 

জ্যেষ্ঠ নির্বাহীরা যন্ত্রাংশের স্থানীয় সোর্সিংসহ অন্যান্য বিষয়ে আলোচনা ও সরকারের সঙ্গে দেখা করতে চলতি সপ্তাহে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। যদিও রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে টেসলার পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here