আন্তর্জাতিকভারতে উড়োজাহাজ বিধ্বস্ত, নারী পাইলট আহতBy AmarNews.com.bd - March 6, 20240FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL ভারতের মধ্যপ্রদেশে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় একজন নারী পাইলট আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। খবর অনুসােরে, উড়োজাহাজটি প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করছিল। আহত নারী পাইলটের নামসহ বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।