ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের হারদায় আতশবাজির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত১ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন।
জ্যেষ্ঠ জেলা পুলিশ কর্মকর্তা রাজেশ্বরি মাহোবিয়া জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মধ্যপ্রদেশ রাজ্যর মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, বিস্ফোরণের এ ঘটনা খুবই দুঃখের। নিকটবর্তী হাসপাতাগুলোয় থাকা বার্ন ইউনিটের চিকিৎসকদের ‘প্রয়োজনীয় প্রস্তুতি’ নিতে বলা হয়েছে। তিনি বলেন ঘটনাস্থলে অন্তত ২০টি অ্যাম্বুলেন্স রয়েছে। আরও ৫০টি পাঠানো হচ্ছে।
হার্দা জেলা হাসপাতালের সার্জন মনীশ শর্মা বলেন, স্রোতের মতো রোগী আসছে। আমাদের হাসপাতালে আমরা আটজনকে দ্বগ্ধ অবস্থায় পেয়েছি। মোট ৯০ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে বড় হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।