ভারতের ১৫টি স্যাটেলাইট হারানোর কারণ জানাল ইসরো

0
ভারতের ১৫টি স্যাটেলাইট হারানোর কারণ জানাল ইসরো

নতুন বছরের শুরুতেই মহাকাশ অভিযানে বড় ধরণের ধাক্কা খেয়েছে ভারত। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পিএসএলভি-সি৬২ মিশন তৃতীয় ধাপে গিয়ে ব্যর্থ হয়েছে। রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, পিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ হলেও ১৫টি স্যাটেলাইট হারিয়ে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে।

এ নিয়ে ইসরো জানিয়েছে, পিএসএলভি–সি৬২ উৎক্ষেপণের তৃতীয় ধাপে গুরুতর যান্ত্রিক সমস্যা দেখা দেয়। সংক্ষেপে কারণগুলো হলো: উৎক্ষেপণের প্রথম ও দ্বিতীয় ধাপ স্বাভাবিকভাবে কাজ করেছিল কিন্তু তৃতীয় ধাপে স্ট্র্যাপ-অন মোটরগুলোর থ্রাস্ট দেয়ার সময় রকেটে অস্বাভাবিক কম্পন ও বিঘ্ন দেখা যায়। এর ফলে রকেটটি নির্ধারিত উড্ডয়নপথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। এই বিচ্যুতির কারণেই ১৬টি পেলোডের মধ্যে ১৫টির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেগুলো কার্যত ধ্বংস হয়।

এদিকে, মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি-সি৬২ মিশন ব্যর্থ হলেও, সেই মিশনে থাকা ১৬টি পেলোডের মধ্যে মাত্র একটির কাছ থেকে ব্যতিক্রমী সাফল্যের খবর এসেছে।স্পেনভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান অরবিটাল প্যারাডাইম জানিয়েছে, তাদের তৈরি ক্যাপসুল ‘কেস্ট্রেল ইনিশিয়াল ডেমনস্ট্রেটর (কিড)’ রকেট থেকে আলাদা হতে পেরেছে এবং সফলভাবে ডেটা পাঠাতে সক্ষম হয়েছে।

সোমবার পিএসএলভি-সি৬২ উৎক্ষেপণের পর প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, রকেটে থাকা সব পেলোড—এর মধ্যে ভারতের গুরুত্বপূর্ণ নজরদারি স্যাটেলাইট ‘অণ্বেষা’সহ সব নষ্ট হয়ে গেছে। তবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) অরবিটাল প্যারাডাইম এক্স (সাবেক টুইটার) জানায়, সব প্রতিকূলতার মাঝেও ‘কিড’ ক্যাপসুলটি আলাদা হয়ে সক্রিয় হয়েছে এবং প্রয়োজনীয় টেলিমেট্রি ডেটা পাঠিয়েছে।

প্রতিষ্ঠানটির পোস্টে বলা হয়, ‘সব বাধা পেরিয়ে আমাদের কিড ক্যাপসুল পিএসএলভি-সি৬২ থেকে বিচ্ছিন্ন হতে পেরেছে, চালু হয়েছে এবং ডেটা পাঠিয়েছে। আমরা এর গতিপথ পুনর্গঠন করছি। এই বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।

সূত্র : এনডিটিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here