ভারতের হোটেলে ইঁদুরের উৎপাত, আতঙ্কিত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা

0
ভারতের হোটেলে ইঁদুরের উৎপাত, আতঙ্কিত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা

ভারতের অন্ধ্রপ্রদেশের একটি হোটেলে ডিনার করছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এমন সময় ডাইনিং টেবিলের পাশ দিয়ে হঠাৎ একটি ইঁদুর দৌড়ে যায়, যা দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন অ্যালিসা হিলি, এলিসি পেরি, অ্যাশলে গার্ডনাররা।

জানা গেছে, ম্যাচের একদিন আগে অস্ট্রেলিয়া দল হোটেলে রাতের খাবার শেষ করার ঠিক পরপরই ঘটনাটি ঘটে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে এর একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে নারী ক্রিকেটাররা হাসতে হাসতে ঘটনার বর্ণনা দেন।

তারা বলেন, ঘটনার সময় খেলোয়াড়রা যখন তাদের টেবিলের কাছে হঠাৎ একটি ইঁদুর দেখতে পান, তখন তারা চমকে ওঠেন। এই অপ্রত্যাশিত দৃশ্যের কারণে দ্রুত বিশৃঙ্খলা তৈরি হয়; কেউ কেউ চিৎকার করে ওঠেন এবং ইঁদুরটিকে এড়াতে চেয়ারের ওপর লাফিয়ে ওঠেন। 

হোটেল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও ইঁদুরটি ছোটাছুটি করতে থাকে, যা খেলোয়াড়দের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি করে। এ ঘটনায় ভারতের হোটেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠেছে।

অলরাউন্ডার কিম গার্থ বলেন, আমরা তখন খাবার শেষ করে উঠতে যাচ্ছিলাম। হঠাৎ ইঁদুরটা দেখা দিল। আমরা ভেবেছিলাম ওটা চলে গেছে। কিন্তু ও আবার ফিরে এল। আর তখন সবাই একসঙ্গে চিৎকার করে উঠল।

তথ্যসূত্র : ক্রিকট্রাকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here