ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী জুহি চাওলা

0
ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী জুহি চাওলা

নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন জুহি চাওলা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অঢেল সম্পদেরও মালিক হয়েছেন।

তবে গত দুই বছরে কোনো নতুন ছবিতে দেখা যায়নি তাকে। পর্দার বাইরে থাকা এই অভিনেত্রী এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী। সম্প্রীতি গবেষণা, প্রকাশনা এবং ইভেন্ট সংস্থা হুরুন ইন্ডিয়া চলতি বছরের হুরুন ইন্ডিয়া ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে।

তালিকা অনুসারে, ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী হলেন জুহি চাওলা। যার মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা। তালিকা অনুসারে, জুহি চাওলার মোট সম্পদের পরিমাণ বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন (১৬৩০ কোটি টাকা), অক্ষয় কুমার (২৫০০ কোটি টাকা) এবং হৃতিক রোশনকে (২১৬০ কোটি টাকা) ছাড়িয়ে গেছে।

১৯৮৬ সালে সুলতানাত সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জুহি চাওলার। কিন্তু তার সাফল্যের সিনেমা ছিল অভিনেতা আমির খানের বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তক’। তারপর তিনি একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন।তিনি ও শাহরুখ খান ১০টির বেশি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। শাহরুখ ও জুহির সঙ্গে ত্রয়ীর তৃতীয় সদস্য ছিলেন পরিচালক আজিজ মিরজা।

রূপালী পর্দার বাইরেও বেশ কয়েকটি কাজে সম্পৃক্ত করেছেন। তিনি আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক। আইপিএলের প্রথম নিলামের সময় জুহি চাওলার স্বামী জয় মেহতা ও শাহরুখ খান ৭৫ মিলিয়ন ডলার খরচ করে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি কিনে নেন। এখন সেই কেকেআরের মূল্য ৯ হাজার কোটি রুপির বেশি।

২০২৪ সালের আইপিএলে শিরোপা জেতার পর কেকেআরের ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়েছে। আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি (জুন ২০২৪) অনুযায়ী, পুরো লিগের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৪৫ লাখ কোটি রুপিতে, যার মধ্যে কেকেআরের একক মূল্যই ১ হাজার ৯১৫ কোটি রুপি।

গত বছর জুহি চাওলার সম্পদ অনুমান করা হয়েছিল প্রায় ৪ হাজার ৬০০ কোটি রুপি। সেখান থেকে মাত্র এক বছরে বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৯০ কোটি; অর্থাৎ এক বছরের ব্যবধানে বেড়েছে ৩ হাজার ১৯০ কোটি রুপি। শীর্ষ ১০ স্বনির্মিত নারী উদ্যোক্তার তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন জুহি।

জুহি চাওলার স্বামী জয় মেহতা সৌরাষ্ট্র সিমেন্ট লিমিটেড (এসসিএল) এর নির্বাহী চেয়ারম্যান। যা দেশটির শীর্ষস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এছাড়াও বিশ্বজুড়ে বেশ কয়েকটি সম্পত্তিতে বিনিয়োগ করেছেন এই দম্পতি। তারা বর্তমানে মুম্বাইয়ের মালাবার হিলসের একটি সমুদ্রমুখী কমপ্লেক্সে থাকেন, যা শহরের সবচেয়ে বিলাসবহুল এবং প্রিমিয়াম এলাকাগুলির মধ্যে একটি। জুহি চাওলা মুম্বাইয়ের দুটি রেস্তোরাঁর মালিকও। যা তাকে ধনী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here