ভারতের ‘সফল চন্দ্রাভিযান’ নিয়ে গুরুত্বপূর্ণ ৯টি তথ্য

0

চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩–এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর মধ্য দিয়ে চাঁদে মহাকাশযান অবতরণকারী দেশের তালিকায় যুক্ত হলো ভারত। ভারতের চন্দ্রাভিযান নিয়ে ৯টি গুরুত্বপূর্ণ তথ্য-

১। চাঁদে পানির সন্ধান পাওয়ার পর দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে নাম লেখাল ভারত।

৩। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। সেখান থেকে অনলাইন চন্দ্রাভিযান অনুষ্ঠানে যোগ দেন। নরেন্দ্র মোদী বলেন ‘এই মুহূর্তটি মূল্যবান এবং নজিরবিহীন। এই মুহূর্তটি নতুন ভারতের বিজয় ঘোষণা করে। এই মুহূর্তটি ১৪০ কোটি মানুষের শক্তি, হৃদস্পন্দন।’

৫। আগামী ১৪ দিন যা চাঁদের ১ দিনের সমান — প্রজ্ঞান রোভার চাঁদের পৃষ্ঠ থেকে ছবি এবং ডেটা পাঠাবে

৬। চন্দ্রযান-৩ যেখানে নেমেছে, চাঁদের ওই অঞ্চলে বরফপানি অথবা জমাটবাঁধা বরফ রয়েছে। এতে স্থানটি পানির পাশাপাশি হতে পারে অক্সিজেন ও জ্বালানির উৎস, যা ভবিষ্যতে আরও চন্দ্রাভিযান অথবা স্থায়ীভাবে চাঁদে বসতি গড়তে সহায়ক হতে পারে।

৭।  অবতরণের শেষ মুহূর্তে চন্দ্রযানের গতি ছিল প্রতি সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার। পূর্ব পরিকল্পনা মতোই ৬…. মিনিটে চাঁদের মাটিতে পা রাখে ভারতের চন্দ্রযান-৩।

৮।  চাঁদের মাটিতে নামার পরেই খুল যায় বিক্রমের একটি অংশ। সেখান থেকে ল্যান্ডারের পেট থেকে চাঁদের মাটিতে নামে রোভার প্রজ্ঞান। এটি চাঁদের মাটিতে ঘোরাফেরা করবে। ছয়টি চাকার প্রজ্ঞান কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে ঘুরবে। সেকেন্ডে এক সেন্টিমিটার পথ অতিক্রম করবে সে।

৯।  চাঁদের মাটিতে পৌঁছেই কাজ শুরু করেছে রম্ভা, চ্যাস্ট, ইলসা, অ্যারে। বিক্রমের সঙ্গে যুক্ত রয়েছে এই চারটি পে লোড। প্রত্যেকের কাজ রয়েছে সেখানে পৃথক পৃথক। রম্ভা খুঁটিয়ে দেখবে সূর্য থেকে আসা প্লাজমা কণার ঘনত্ব, পরিমাণ, পরিবর্তন। ইলসা খবর রাখবে চন্দ্র পৃষ্ঠের কম্পন, চ্যাস্ট মাপবে সেখানকার তাপমাত্রা এবং অ্যারে বুঝতে চাইবে চাঁদের গতিশীলতা। চাঁদের বুকে ল্যান্ডারের অবতরণের দৃশ্য ইসরোর ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here