ভারতের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৪

0
ভারতের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৪

ভারতের তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। এর মধ্যে ধ্বংসস্তূপ থেকে ৩১ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩ জন। 

মঙ্গলবার জেলার পুলিশ সুপার (এসপি) পরিতোষ পঙ্কজ জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসা চলার সময় মারা গিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ওই কারখানার আশপাশে উদ্ধার কাজ চালাচ্ছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। 

এর আগে সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় পাশামাইলরম শিল্পতালুকের ওই রাসায়নিক কারখানা থেকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখেন, কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়েছে। ভেতর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। 
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বিস্ফোরণের ঘটনায় ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। কিন্তু ক্রমশ মৃতের সংখ্যা বাড়তে থাকে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ শুরু হয়। তখনই উদ্ধার হতে থাকে একের পর এক মরদেহ।
ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়ে তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহ জানান, বিস্ফোরণের আঘাতে কারখানাটির ছাদ উড়ে গিয়েছিল। সেখানে সেই সময় কাজ করা অনেক শ্রমিকের দেহ প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের সময় কারখানাটিতে ৯০ জন কাজ করছিলেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার কারণেই ওষুধের সামগ্রী তৈরির ওই কারখানায় বিস্ফোরণ ঘটে। তবে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হলে কিছু বলা সম্ভব নয় নিশ্চিতভাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here