ভারতের মাটিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে পাকিস্তান: ওয়াসিম আকরাম

0

আসন্ন বিশ্বকাপ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে এখন থেকেই। এরই মধ্যে পাকিস্তানের কিংবদন্তি পেসার এবং সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ভবিষ্যদ্বাণী করেছেন এবারের সম্ভাব্য চ্যাম্পিয়ন কে হতে পারে সেটা নিয়ে। 

‘সুলতান অব সুইং’ কোনও রাখঢাক না করেই পাকিস্তানকে এগিয়ে রেখেছেন। তার মতে, ভারতের মাটিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে পাকিস্তান। এছাড়া আয়োজক দেশ ভারতও বিশ্বকাপের দাবিদার বলে মনে করেন তিনি। 

পাকিস্তানকে শুধু বিশ্বকাপের দাবিদারই বলেননি ওয়াসিম আকরাম। কেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি সেটাও জানিয়ে দিয়েছেন এই কিংবদন্তি। 

তার মতে, শাহিন শাহ আফ্রিদি এই মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছে। পিএসএলে লাহোর টানা দুইবার শিরোপা জিতেছে তার নেতৃত্বে। হারিস রউফ, নাসিম শাহরাও ভাল করছে এখন। এছাড়া মোহম্মদ হাসনাইনের কথাও বলতে হয়। বিশ্বকাপে ভারতের পিচগুলো ব্যাটিং সহায়ক হবে। তাই যে দলের বোলিং আক্রমণ শক্তিশালী, সে দলই জিতবে। পাকিস্তানের দুর্দান্ত পেস আক্রমণ যেকোনো দলের জন্যই ত্রাসের কারণ হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here