নতুন করে সহিংসতায় উত্তর-পূর্ব ভারতের মণিপুরে তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে মণিপুরের উখরুল জেলায় এই সহিংসতার ঘটনা ঘটেছে। অস্ত্রধারী দুর্বৃত্তদের সঙ্গে গুলি বিনিময়ে ওই তিন গ্রামবাসী নিহত হয়েছে।
জানা গেছে জেলার সদর শহর উখরুল টাউন থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে থোয়াই কুকি গ্রামে ব্যাপক গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে। এদিন ভোর সাড়ে ৪টা নাগাদ গ্রামটি থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ পাওয়া যায়। এরপরই তিনজন নিখোঁজ হন। পরে তাদের খোঁজে গ্রামবাসীরা অনুসন্ধান শুরু করলে ওই তিনজনের লাশ খুঁজে পাওয়া যায়।
উখরুল জেলার পুলিশ সুপার এন. ভাসুম জানান, ‘আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী, একদল সশস্ত্র দুর্বৃত্ত গ্রামের পূর্ব দিকে অবস্থিত পাহাড় থেকে গ্রামের দিকে প্রবেশ করে গ্রামরক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ ঘটনায় ওই গ্রামের তিনজন নিহত হয়েছেন। তবে কোনো আহতের খবর নেই।’
সহিংসতা নিয়ন্ত্রণে এবং রাজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে মণিপুর রাজ্য পুলিশ ছাড়াও প্রায় ৪০,০০০ কেন্দ্রীয় বাহিনীর কর্মী মোতায়েন করা হয়েছে।