বহু নাটকীয়তার পর ভারতের ভিসা পেয়েছে পাকিস্তান ক্রিকেট টিম। তবে ভিসা পাওয়ার পরও যেন সে কথা বিশ্বাসই হচ্ছে না পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে পাকিস্তান ছাড়ার আগে বাবর সাংবাদিকদের সাথে আলাপে এ কথা জানিয়েছেন।
`ভিসা সমস্যা ক্রিকেটারদের উপর চাপ ফেলেছে কি না’ সেই প্রশ্নের জবাবেই বাবর পাল্টা প্রশ্ন করে বসেন যে তারা সত্যিই কী ভারতের ভিসা পেয়েছেন? যেন বিশ্বাসই করতে পারছেন না তিনি। সব শেষে বলেন, ‘আমরা তা হলে শেষ পর্যন্ত খেলতে যাচ্ছি।’
১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ। আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে প্রথমে আপত্তি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির কাছে আবেদনও করেছিল তারা। তার পরেও ম্যাচ সরেনি। অথচ আহমেদাবাদে তার খেলতে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন বাবর। তিনি বলেন, ‘আমদাবাদে খেলতে মুখিয়ে আছি। কারণ, ওখানে অনেক দর্শক বসতে পারেন। ওখানে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
এই প্রথম বার অধিনায়ক হিসাবে বিশ্বকাপ খেলতে নামছেন বাবর। তিনি চান, দলকে বিশ্বকাপ জেতাতে। দলগত ভাবে ভাল খেলেই সামনের দিকে এগোতে চান পাকিস্তান অধিনায়ক। বাবর বলেন, ‘দলের সবাই খুব ভাল ক্রিকেটার। এরাই আমাদের বিশ্বের এক নম্বর দল করেছিল। এরাই বিভিন্ন দেশে দলকে জিতিয়েছে। এ রকম একটা দলের নেতৃত্ব দিতে পারা গর্বের। আশা করছি বিশ্বকাপ জিতেই ফিরব।’