ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

0

অক্টোবরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলকে যথারীতি নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

চলমান এশিয়া কাপে ১৭ সদস্যের দল সাজিয়েছিল ভারত। সেই দল থেকে বাদ পড়েছেন দু’জন। তবে নতুন করে সুযোগ পাননি কেউ। লোকেশ রাহুলের থাকা না থাকা নিয়ে আলোচনা হচ্ছিল বটে। কেননা গত আইপিএল ইনজুরিতে পড়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি তিনি। কিন্তু ঠিকই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তিনি।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ ও তিলক ভার্মা। আলোচনায় থাকলেও দলে জায়গা পাননি সাঞ্জু স্যামসন, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দররা।

ভারতের বিশ্বকাপ দল: 
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, আকসার প্যাটেল, ইশান কিশান, সূর্যকুমার যাদব।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here